এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধার প্রথম সম্প্রচার মাধ্যম হিসেবে ২০১৬ সালেযাত্রা শুরু করে কমিউনিটি রেডিও সারাবেলা ৯৮.৮ এফএম। পথচলার শুরু থেকে ‘মাটি ও মানুষের কাছে’ স্লোগান কে সামনে রেখে প্রান্তিক মানুষের দোর গড়ায় ‘রেডিও সারাবেলা’ পৌঁছে দিচ্ছে প্রয়োজনীয় তথ্যসেবা।
টেলিভিশন, ইন্টারনেটের এ যুগে মানুষ যে এখনও রেডিও শোনে তার একটি বড় উদাহরণ সৃষ্টি করেছে কমিউনিটি রেডিও সারাবেলা। শুরু থেকে স্থানীয় মানুষের অংশগ্রহণে প্রতিদিন সকাল ৭টা হতে রাত ১১টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ১৬ ঘন্টা সম্প্রচার কার্যক্রম নিশ্চিত করছে রেডিও সারাবেলা। যা বাংলাদেশের কমিউনিটি রেডিও সেক্টরে সর্বোচ্চ সম্প্রচার সময় হিসেবে পরিগণিত। সেই সঙ্গে বন্যা সহ বিভিন্ন দুর্যোগে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন তথ্য সেবা প্রদানের জন্য কাজ করছে গাইবান্ধার এক ঝাঁক সম্প্রচার কর্মী।
রেডিও সারাবেলা গাইবান্ধার চর ও মূল ভূ-খন্ড তথাপ্রান্তিক এলাকার মানুষের জীবনমান ও আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখা এবং স্থানীয় সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস, মাটি ও মানুষের কথা তুলে ধরা।
সেই সাথে স্থানীয় উন্নয়ন সংবাদ, ভ্রাতৃত্ববোধ, সামাজিক ঐক্য ও সম্প্রী তিরক্ষায় তথ্য-বিনোদনের মাধ্যমে কমিউনিটির মানুষের আস্থা ও বিশ্বস্ততা অর্জনে জন সাধারণের মন্তব্য ও পরামর্শের ভিত্তিতে গুণগত ও মানসম্পন্ন বিষয় ভিত্তিক অনুষ্ঠান প্রচার, স্থায়ীত্বশীল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা।