স্বেচ্ছাসেবক হতে আবেদন করুন ডাউনলোড

চাইল্ড ক্লাব

আমাদের সম্পর্কে

রেডিও সারাবেলা চাইল্ড ক্লাব শুধুমাত্র শিশুদের দ্বারা পরিচালিত কমিউনিটি রেডিও ‘রেডিও সারাবেলা ৯৮.৮ এফএম’ এর একটি অঙ্গ সংগঠন। রেডিও সারাবেলা প্রতিষ্ঠার জন্মলগ্ন (১৪ এপ্রিল, ২০১৬) হতে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাব গাইবান্ধার সকল শিশুদের সাংস্কৃতিক চর্চার উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে এবং শিশুতোষ বিষয়ক বিভিন্ন রেডিও অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে।

লক্ষ্য

সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাল্য বিহাহ প্রতিরোধে বিশেষ ভ‚মিকা রাখা, সামাজিক, মানবিক ও মানসিক বিকাশে শিশুদের অগ্রধিকার প্রতিষ্ঠা করা, বিশেষ করে পরিবার, সমাজ তথা রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্ব প্রদানের সক্ষমতা তৈরী করাই হলো মূল লক্ষ্য।

উদ্দেশ্য

রেডিও সারাবেলা চাইল্ড ক্লাব এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে, যেখানে গাইবান্ধার সকল শিশুরা তাদের প্রতিভা বিকাশে সতস্ফুর্তভাবে সরাসরি অংশগ্রণ করতে পারে। পাশাপাশি শিশুদের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনার কৌশল, সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন কৌশল, বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বদানে দক্ষতা অর্জনে স্থায়ী ও বিশ^স্ত সংগঠন হিসেবে কাজ করাই আমাদের উদ্দেশ্য। এছাড়াও নিম্নোক্ত কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ তথা বিশ্বের সকল শিশুদের মানবিক ও মানসিক বিকাশে অনুপ্রাণিত করা।

বায়স্তবায়ন কৌশল

১. সরাসরি শিশুদের অংশগ্রহণে প্রতি সপ্তাহে একটি অনুষ্ঠান ও নিউজ বুলেটিন নির্মাণ ও প্রচার করা। যেখানে শিশুতোষ গান, ছড়া, কবিতা, গল্পসহ ভ্রমণকাহিনী বলার সুযোগ থাকবে। পুরো অনুষ্ঠান উপস্থাপনা ও সংবাদ পাঠের দায়িত্ব সম্পূর্ণ শিশুদের উপর থাকবে।
২. রেডিও টেকনোলোজি, আইসিটি বা তথ্য প্রযুক্তি বিষয়ে শিশুদের দক্ষতা বৃদ্ধিতে ভ‚মিকা রাখা।
৩. স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিশুদের ভ‚মিকা, দক্ষতা ও উদ্ভাবন তুলে ধরা।
৪. বিভিন্ন ক্ষেত্রে শিশুদের ভ‚মিকা ও শিশু অধিকার প্রতিষ্ঠায় ভ‚মিকা রাখা। 
৫. স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে একটি কমিটি গঠনের মাধ্যমে এর কার্যক্রম বাস্তবায়ন ও পর্যবেক্ষণ করা।
৬. শিশু নির্যাতন, যৌন হয়রানি, বুলিং, বাল্য বিয়ে, শিশুশ্রম প্রতিরোধে শিশুদের ভ‚মিকা প্রতিষ্ঠা করা।
৭. জাতীয় বিভিন্ন দিবস যেমন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ও মৃত্যু দিবস, শিশু দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস পালন ও উদ্যাপন করা।

গঠনতন্ত্র

১. রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবটি ১১ সদস্য বিশিষ্ট্য কমিটি দ্বারা পরিচালিত হবে। তবে কমিটিতে অর্ন্তভ‚ক্ত হওয়ার জন্য চাইল্ড ক্লাব পরিবেশিত বিভিন্ন কার্যক্রমে সর্বনিম্ন ২ বছরের সরাসরি ও সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে এবং সপ্তম শ্রেণি পাশ হতে হবে। 
২. তবে উল্লেখিত কমিটি দ্বারা চাইল্ড ক্লাবটি পরিচালিত হলেও অনুষ্ঠানের মান উন্নয়ন ও নতুনত্ব আনতে ১ জন সংবাদ ও অনুষ্ঠান প্রযোজকের সাথে পরামর্শ ও সার্বক্ষণিক যোগাযোগ থাকতে হবে। তবে এই সংগঠনের দিকনির্দেশনা, ব্যবস্থাপনা, সুরক্ষা এবং সার্বিক তত্ত¡াবধায়নের দায়িত্বে থাকবেন রেডিও সারাবেলার স্টেশন ম্যানেজার। 
৩. রেডিও সারাবেলা চাইল্ড ক্লাব আয়োজিত অনুষ্ঠানে যেকোনো শিশু অংশগ্রহণের জন্য প্রথম অবস্থায় নির্দিষ্ট পরিমাণ ফি প্রদানের মাধ্যমে ফরম সংগ্রহ করে সাধারণ সদস্য পদ লাভ করতে হবে। 
৪. রেডিও স্টেশনে আসার সময় অবশ্যই একজন অভিভাবকে সাথে নিয়ে আসতে হবে। স্টেশন পর্যায়ে শিশুদের সুরক্ষা ও নিরাপত্তার সার্বিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 
৫. কমিটি: আহ্ববায়ক, যুগ্ম আহ্ববায়ক সদস্য সচিব, অনুষ্ঠান সম্পাদক, সংবাদ সম্পাদক, অর্থ সম্পাদক, প্রকাশনা ও গ্রহন্থাগার সম্পাদক, সহ-অনুষ্ঠান সম্পাদক, সহ-সংবাদ সম্পাদক, নির্বাহী সদস্য, নির্বাহী সদস্য।

অর্গানোগাম

আমাদের কার্যক্রম

শিশু আড্ডা: শিশু আড্ডা হলো রেডিও সারাবেলা চাইল্ড ক্লাব পরিবেশিত গাইবান্ধার শিশুদের সরাসরি অংশগ্রহণে রেডিও সারাবেলার নিয়মিত (সাপ্তাহিক) তথ্য-বিনোদনমূলক লাইভ অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনায় তালিকাভ‚ক্ত যেকোনো শিশু অংশগ্রহণ করতে পারে। তবে চাইল্ড ক্লাবের কমিটি’র অনুষ্ঠান সম্পাদক প্রযোজনার দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে শিশুরা শিশুতোষ গান, গল্প, ছড়া, কবিতা, কবি পরিচিতি, ভ্রমণ কাহিনি, তথ্য কণিকা, কৌতুক, ধাঁ ধাঁ, সাধারণ জ্ঞান, সুন্দর উপস্থাপনের মাধ্যমে পরিবেশন করে। অনুষ্ঠানটি প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টায়, রেডিও সারাবেলা ৯৮.৮ এফএম এ প্রচারের পাশাপাশি ওয়েবসাইট ও রেডিও সারাবেলার অফিসিয়াল ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হয়।

চাইল্ড বুলেটিন (ছোটদের সংবাদ)

দক্ষিণ এশিয়ায় কমিউনিটি রেডিও এবং কর্মাশিয়াল রেডিওর মধ্যে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাব প্রথম চাইল্ড নিউজ বুলেটিন ‘ছোটদের সংবাদ’ নির্মাণ ও সম্প্রচার শুরু করে। ছোটদের সংবাদে পথ শিশু জীবনযাপনের গল্প, কৃতি শিক্ষার্থীদের সাক্ষাৎকার, ক্রিড়াঙ্গণে শিশুদরে সাফল্য, শিশু সুরক্ষা, শিশু অধিকার বিষয়ে ফিল্ড রিপোর্ট তুলে আনেন চাইল্ড ক্লাবের শিশুরা। এছাড়া বর্তমান বিশে^ তথ্য প্রযুক্তিতে শিশুদের অগ্রগতি, এসডিজি অর্জনে শিশুদের ভ‚মিকা, স্মার্ট বাংলাদেশে শিশুদের অগ্রধিকারসহ বিভিন্ন বিষয়ে ডেস্ক রিপোর্ট, নিউজ বুলেটিনের স্ক্রিপ্ট, অডিও এডিটিংসহ যাবতীয় কাজ চাইল্ড ক্লাবের শিশুরা করে থাকে। অর্থাৎ শিশুদের মুখ থেকে শিশুদের কথা তুলে আনছেন শিশুরাই। ছোটদের সংবাদ প্রচারিত হয় প্রতি শনিবার সন্ধ্যা ৬ায়।

দেয়াল পত্রিকা

রেডিও সারাবেলা চাইল্ড ক্লাব ‘প্রজাপতি’ নামে একটি ত্রি-মাসিক দেয়াল পত্রিকা প্রকাশ করে থাকে। যেখানে স্থান পায় শিশুদের নিজেদের লেখা ছড়া, কবিতা, ছোট গল্প ছাড়াও নিজ হাতে আঁকা ছবি। চাইল্ড ক্লাবের সদস্যদের সাথে একজন সাংস্কৃতিক ব্যক্তির উপস্থিতিতে দেয়াল পত্রিকাটি উন্মোচণ করা হয়।

গ্রন্থাগার

সারাবেলা চাইল্ড ক্লাবের শিশুদের জ্ঞান চর্চার জন্য রয়েছে একটি গ্রন্থাগারও। এই গ্রন্থাগারে স্থান পয়েছে ছড়া, গল্প, কবিতাসহ শিশুতোষ বিষয়ক বিভিন্ন বই। এছাড়াও বঙ্গবন্ধুর আত্মজীবনী, কারাগারের রোজনামচার, মুক্তিযুদ্ধের চিঠিসহ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস সম্বলিত হরেক রকমের বই রয়েছে সারাবেলা চাইল্ড ক্লাবের এই গ্রন্থাগারে। বিভিন্ন সময় অনুষ্ঠানের ফাঁকে কিংবা অনুষ্ঠান তৈরীতে তথ্য প্রদানের জন্য এই গ্রন্থাগারের বই শিশুদের সহায়ক হিসেবে কাজ করে।

অন্যান্য কার্যক্রম

উপরোক্ত কার্যক্রম ছাড়াও রেডিও সারাবেলা চাইল্ড ক্লাব জাতীয় দিবসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করে থাকে। যেমন জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিসব উপলক্ষ্যে ছোটদের বঙ্গবন্ধু বিষয়ে অনুষ্ঠান নির্মাণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্বধীনতা দিবসে শিশুদের সাথে বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের গল্প বলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের আবৃত্তি প্রতিযোাগতা ইত্যাদি। এছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং আগামীর পৃথিবীকে সাজাতে বিভিন্ন সময়ে বৃক্ষ রোপন কর্মসূচীসহ শিশুদের সামাজিক, মানবিক ও মানষিক বিকাশে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাব।

আমাদের অর্জন

রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের ঝুড়িতে যুক্ত হয়েছে ইউনিসেফ কর্তৃক আয়োজিত ৪টি মিনা মিডিয়া এ্যাওয়ার্ড। শিশু অধিকার, শিশু সুরক্ষা, শিশুদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে সংবাদ প্রতিবেদন নির্মাণের স্বীকৃতি স্বরূপ রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের আহŸায়ক, সেঁজুতি হাসান অদিতি, যুগ্ম আহŸায়ক শাহিদ হাসান এবং সদস্য ইসমে আজম প্রসন্ন ইউনিসেফের মিনা মিডিয়া এ্যাওয়াড লাভ করেন। এছাড়াও রেডিও সারাবেলা তথ্য কমিশন কর্তৃক আয়োজিত ‘তথ্য অধিকার এ্যাওয়ার্ড’ এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (এবিইউ) এ্যাওয়ার্ড লাভ করে।