গাইবান্ধা জেলার সর্বোচ্চ করদাতা নির্বাচিত এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন
জাতীয় রাজস্ব বোর্ড-এর আওতায় কর অঞ্চল বগুড়া কর্তৃক ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বগুড়া বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২০২২-২০২৩ অর্থ বছরের সর্বোচ্চ, দীর্ঘমেয়াদী, নারী এবং তরুণ এই চার ক্যাটাগরিতে ২৮ ব্যক্তিকে স্বীকৃতি সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান করা হয়।
এসকেএস ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন গাইবান্ধা জেলার সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন। তার পক্ষে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন এসকেএস ফাউন্ডেশনের পরিচালক (অর্থ) খোকন কুমার কুনডু। রাসেল আহম্মেদ লিটন দীর্ঘ সময় ও সর্বোচ্চ কর প্রদানকারীদের মধ্যে অন্যতম। আয়োজিত অনুষ্ঠানে বগুড়া সিরাজগঞ্জ, জয়পুরহাট এবং গাইবান্ধা জেলার বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ এবং দীর্ঘ মেয়াদী করদাতাগণ অংশগ্রহণ করেন।
জাতীয় রাজস্ব বোর্ড সুত্রে জানা যায়, স্বীকৃতি প্রাপ্ত সর্বোচ্চ ট্যাক্স কার্ডধারী করদাতা ব্যক্তিগণ রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধার আওতায় থাকবেন। তাদের জন্য বরাদ্দ রাখা হবে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকার। পাশাপাশি কর কার্ডধারী নিজে ও তার স্ত্রী বা স্বামী নির্ভরশীল সন্তানের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। থাকবে আকাশ, রেলপথ ও জলপথে সরকারি যানবাহনে টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার এবং জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ, প্রফেসর খোন্দকার কামাল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক, সিআইপি মো. মাসুদুর রহমান মিলন, বগুড়া কর অঞ্চলের পরিদর্শী যুগ্ম কর কমিশনার আবু নসন মোঃ মাহবুবুজ্জামান এবং বগুড়া ট্যাক্সেস ল’ইয়ার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া কর অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ বজলুর রহমান খান। অনুষ্ঠানে ৪টি জেলার বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী, উদ্যোক্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।