আর্টিফিশিয়াল গহনা তৈরি করে স্বাবলম্বী গাইবান্ধার মাহাবুবা সুলতানা \ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ৩০ জন নারীর
গাইবান্ধা সদর উপজেলার এ্যাকোরেস্ট্যাট পাড়ার মাহাবুবা সুলতানা; পরিবারের কোনো অস্বচ্ছলতা নাথাকলেও আত্মনির্ভরশীল হওয়ার লড়াইয়ে নাম লেখান করোনাকালে।শুরু করেন আর্টিফিশিয়াল গহনাতৈরির কাজ। মাত্র ৪ বছরের মধ্যে পূরণ করেছেন লক্ষ্যও।
একই সাথে কর্মসংস্থান সৃষ্টিকরেছেন স্কুল-কলেজ পড়–য়াশিক্ষার্থীসহ ৩০ জন নারীর। বর্তমানে নিজে আত্মনির্ভরশীল হওয়ারসাথে সাথে প্রান্তিক নারীদেরজীবনমান উন্নয়নে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছেন এই নারী উদ্যোক্তা।স্বপ্ন এখন দেশীয় পণ্যনিয়ে কাজ করে ব্যবসারপরিসর বাড়ানোর।