ই-কর্মাস বিজনেসে ঝুঁকছেন গাইবান্ধার নারীরা, ব্যবসার পরিসর বাড়াতে সহযোগিতার আশ্বা বিসিকের
চাকরিযেনো সোনার হরিণ। আর জনসংখ্যার তুলনায় চাকরির সুযোগ কম থাকায় বাড়ছে বেকারত্ব। বিদ্যমান এই পরিস্থিতিতে হার মানতে নারাজ গাইবান্ধার নারীরা। তাই তো নিজ উদ্যোগে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে শুরু করেছেনই-কমার্স বিজনেস। এতে শুধু নিজে স্বাবলম্বী হন নি, পরিবর্তন করছেন আর্থ-সামাজিক অবস্থারও। আর এসব অপরাজিতাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিসিক জেলা কার্যালয়, গাইবান্ধা।