স্বেচ্ছাসেবক হতে আবেদন করুন ডাউনলোড
সাভারের রানা প্লাজা ধসে মা-বাবা হারানো ২৪ জন শিশু মাতৃস্নেহে বেড়ে উঠছে ফুলছড়ির অরকা হোমসে
সাভারের রানা প্লাজা ধসে মা-বাবা হারানো ২৪ জন শিশু মাতৃস্নেহে বেড়ে উঠছে ফুলছড়ির অরকা হোমসে

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১’শ ৩৫ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও প্রায় দুই হাজার শ্রমিক। 

এঘটনায় মা-বাবা হারানো২৪ জন শিশু মাতৃস্নেহে বেড়ে উঠছে ফুলছড়ির হোসেনপুর অরকা হোমসে। ওল্ডরাজশাহী ক্যাডেটস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আবাসন, থাকা-খাওয়া, পোশাক,  স্বাস্থ্যসেবাসহ লেখাপড়ার সুযোগ পাচ্ছে তারা। 

পড়ালেখা শেষে ভোকেশনাল প্রশিক্ষণেরমাধ্যমে দেয়া হবে কর্মসংস্থানের সুযোগও।